তথ্যআপা প্রকল্প (২য় পর্যায়) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন ও জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন একটি উন্নয়ন প্রকল্প। তথ্যআপারা মহিলাদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে, প্রযুক্তিকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিয়াররূপে ব্যবহার করে তাদের জীবনমান আরো সহজ, সুন্দর এবং উন্নত করার প্রয়াসের লক্ষ্যে দেশের ৪৯০টি তথ্যকেন্দ্রের মাধ্যমে নিম্নোক্ত সেবাসমূহ দিচ্ছে। আপনার সেবা নেওয়ার জন্য উপজেলা তথ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
তথ্যআপার সেবাসমূহ:
- চাকরির আবেদনপত্র পূরণ;
- ভর্তি পরীক্ষার ফরম পূরণ;
- বিভিন্ন পরীক্ষার ফলাফল;
- ই-মেইল, ম্যাসেঞ্জার ও স্কাইপির মাধ্যমে যোগাযোগ;
- ই-কমার্স সেবা প্রদান;
- কৃষি, শিক্ষা, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ;
- আইনী সহায়তার পরামর্শ;
- ডায়াবেটিস পরীক্ষা, চক্তচাপ পরীক্ষা, তাপমাত্রা ও ওজন পরিমাপ;
বি.দ্র: তথ্যআপার সকল সেবা বিনামূল্যে এবং শুধু মহিলাদেরকে দেওয়া হয়।